বৈশ্বিক সাহায্য হ্রাসে তীব্র ক্ষুধার মুখে ১ কোটি ৩৭ লাখ মানুষ

সতর্ক করলেন বিশ্ব খাদ্য কর্মসূচী

| বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, বৈশ্বিক মানবিক সাহায্য হ্রাস করার কারণে আফগানিস্তান, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, হাইতি, সোমালিয়া, দক্ষিণ সুদান ও সুদানে প্রায় ১ কোটি ৩৭ লাখ মানুষ তীব্র অনাহারের ঝুঁকির মুখে আছে। খবর বিডিনিউজের।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ডব্লিউএফপির সবচেয়ে বড় দাতা দেশ ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দেশটি বৈদেশিক সহায়তা ব্যাপক কাটছাঁটা করেছে। এর পাশাপাশি অন্য গুরুত্বপূর্ণ দেশগুলোও উন্নয়ন ও মানবিক সহায়তা খাতে সাহায্য হ্রাস করেছে বা করার ঘোষণা দিয়েছে। বুধবার রোমভিত্তিক সংস্থাটি বলেছে, ডব্লিউএফপির তহবিল আর কখনো এর চেয়ে বেশি চ্যালেঞ্জে পড়েনি।

২০২৫ সালে সংস্থাটি ৪০ শতাংশ কম তহবিল পাবে বলে ধারণা করা হচ্ছে। এতে সম্ভাব্য বাজেট ৬৪০ কোটি ডলার হবে, যা ২০২৪ সালের এক হাজার কোটি ডলার থেকে অনেক কম। এ লাইফলাইন অ্যাট রিস্ক শিরোনামের এক প্রতিবেদনে ডব্লিউএফপি সতর্ক করে বলেছে, তাদের খাদ্য সহায়তায় কাটছাঁটের ফলে এক কোটি ৩৭ লাশ মানুষ সঙ্কটজনক থেকে জরুরি মাত্রার ক্ষুধার মুখোমুখি হতে পারে। এটি পাঁচ স্তরের আন্তর্জাতিক ক্ষুধা সূচকে দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেন, ডব্লিউএফপির কী করা উচিত আর আমরা কী করতে সক্ষম তার মধ্যকার ফারাক কখনও বড় ছিল না। ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কয়েক দশকের কর্মসূচীগুলো হারানোর ঝুঁকির মধ্যে আছি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বজুড়ে নতুন চেহারায় চালু হচ্ছে ইউটিউব
পরবর্তী নিবন্ধমেলোনির ধূমপানের অভ্যাস ছাড়াতে চান এরদোয়ান, মাক্রোঁ বললেন অসম্ভব