বৈশ্বিক সামগ্রিক কল্যাণে রোটারি অনন্য ভূমিকা রাখছে

চিটাগাং সুপ্রিমের গভর্নর ভিজিটে আবু ফয়েজ

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১০ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিমের গভর্নর ভিজিট সম্প্রতি নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রোটা. এরশাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গভর্নর ভিজিটে প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট গভর্নর কফিল উদ্দীন মাহমুদ রিপন। বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ইলেক্ট ও ক্লাব সচিব রোটা. অ্যাড. শওকত আউয়াল চৌধুরী, রোটা. পি.পি. নাদিরা বেগম শিল্পী, ভাইস প্রেসিডেন্ট রোটা. জোবাইদুর রশিদ রনি, ক্লাব ট্রেইনার রোটা. মো. নাজমুল হক, রোটা. ডা. নাবিল চৌধুরী। উপস্থিত ছিলেন রোটা. সরওয়ারুল আজম, রোটা. ফয়সাল মাহমুদ, রোটা. মো. আলী মিঞা, রোটা. মো. শাফায়েত হোসাইন, রোটা. মো. মহসিন উদ্দীন, রোটা. স্বরুপানন্দ শীল, রোটা. হাসনাত কবির ফাহিম, রোটা. মো. মফিজুর রহমান, রোটা. মোশারফ হোসাইন, রোটা. জাহাঙ্গীর আলম, রোটা. নুরুল ইসলাম আজাদ রোটা. মিজানুর রহমান, গভর্নর বলেন, বৈশ্বিক সামগ্রিক কল্যাণে রোটারি অনন্য ভূমিকা রাখছে। রোটারির কল্যাণে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র পীড়িত মানুষ কাঙ্খিত সুফল পাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দুর্ঘটনায় শিশুর মৃত্যু চালক আটক
পরবর্তী নিবন্ধএকসঙ্গে বিচারকের আসনে তিন কিংবদন্তি