‘সারা বিশ্বে চলছে দুর্বল রাষ্ট্রের উপর সবল রাষ্ট্রের জুলুম-নিপীড়ন ও নানামুখী অত্যাচার-অবিচার, ক্ষমতার দম্ভ ও আধিপত্য বিস্তারের জেরে পুরো পৃথিবী আজ উত্তপ্ত। দেশে দেশে ছড়িয়ে পড়ছে যুদ্ধ হানাহানি ও সংঘাত। বৈশ্বিক হানাহানি ও সংঘাত রুখতে মহানবীর (দ) নির্দেশিত শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা রপ্ত করতে হবে। বিশ্বকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে মহানবীর (দ) নির্দেশনার অনুসৃতির বিকল্প নেই।’
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ষোলশহর আলমগীর খানকাহ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে ১২ দিনব্যাপী রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের গতকাল বৃহস্পতিবার ৩য় দিনে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। কনফারেন্সে সভাপতিত্ব করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী। তিনি মহানবীর (দ) জীবন-কর্ম-দর্শন এবং ঈদে মিলাদুন্নবীর (দ) তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
মুহাম্মদ আবদুল্লাহ আল জাবেরের সঞ্চালনায় আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন হালিশহর মাদরাসা-তৈয়্যবিয়া ইসলামীয়া সুন্নিয়ার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী, মাওলানা আবুল কাশেম তাহেরী প্রমুখ। উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুদ্দিন, মুহাম্মদ গিয়াস উদ্দিন শাকের, মুহাম্মদ এনামুল হক বাচ্চু, কমর উদ্দিন সবুর, পেয়ার মোহাম্মদ কমিশনার, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, মনোয়ার হোসেন মুন্নাসহ কেন্দ্রীয়-জেলা ও মহানগর গাউসিয়া কমিটির কর্মকর্তা। প্রেস বিজ্ঞপ্তি।