বৈশ্বিক সংকট নিরসনে তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগাতে হবে

থ্রী-জিরো ক্লাবের সেমিনারে ড. মুহাম্মদ ইউনূস

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

থ্রী-জিরো ক্লাবের উদ্যোগে ‘ড্রাইভিং লোকাল ইয়ুথ একশন ফর এ গ্লোবাল চেইঞ্জ’ শীর্ষক সেমিনার গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে বেকারত্বের হার আরো বাড়ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক সংকট যে রুপ নিয়েছে তাতে দারিদ্র্যতার হারও আশংকাজনকভাবে বাড়বে। অন্যদিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি তথা জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বাসযোগ্যতা হ্রাস পাচ্ছে। ড. ইউনূস বলেন, চলমান বৈশ্বিক সংকট নিরসনে তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগাতে হবে। পরিবেশ দূষণের মাত্রা শূন্যের কোটায় নিয়ে আসতে তরুণদের আরো বেশি উদ্যোগী হতে হবে। চাকরি গ্রহীতা নয়, চাকরি দাতা হিসেবে তথা উদ্যোক্তা হওয়ার মাইন্ডসেট করতে হবে।

এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অধ্যাপক ড. শাহরিন শাহজাহান নাওমী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন মুন্না, সহকারী অধ্যাপক এনামুল হক, শিল্পোদ্যোক্তা জসিম উদ্দিন ফিরোজ, সাংবাদিক আবসার মাহফুজ, ব্যবসায়ী মোহাম্মদ আক্তারুজ্জামান, এফবিসিসিআই’র সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, ক্লাইমেট এক্টিভিস্ট সোহানুর রহমান, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের ডিজিএম একরাম হোসেন, উন্নয়ন কর্মী নার্গিস চৌধুরী, নাসরিন সুলতানা খানম, কলামিস্ট মুহাম্মদ মুছা খান, কলামিস্ট নেছার আহমেদ খান, সংগঠক মুজাহিদুল ইসলাম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাস্টার ট্রেইনার জসিম উদ্দিন চৌধুরী, তরুণ উদ্যোক্তা কামরুজ্জামান ফরহাদ, থ্রী-জিরো ক্লাবের কি-পারসন সামিউল আকরাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইন পেশায় রয়েছে মানবসেবার সর্বোচ্চ সুযোগ
পরবর্তী নিবন্ধকর্ত্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারে বুদ্ধমূর্তির দ্বার উন্মোচন