নগরীর দক্ষিণ কাট্টলীতে সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদ্যাপন পরিষদের জরুরি সভা গত ৪ এপ্রিল পরিষদের সভাপতি ডা. বিজন কান্তি নাথের সভাপতিত্বে কাট্টলী মহাশ্মশান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি ছিলেন পাহাড়তলী থানার অপারেশন অফিসার শফিউল ইসলাম পাটোয়ারী। সভায় বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণের হার তীব্রভাবে বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক এবার কাট্টলীর ঐতিহ্যবাহী রাণী রাসমনি ঘাটে আগামী ৯ এপ্রিল বারুণী স্নানের সকল কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত গৃহিত হয়। শুধুমাত্র মাঙ্গলিক পূজা-অর্চনা ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাবুল দেবনাথ, ডা. ননী গোপাল দাশ, দুলাল কৃষ্ণ ভৌমিক, সুভাষ চন্দ্র ধর, পুলিন চন্দ্র দাশ, রবীন্দ্র শর্মা, সুনিল বরণ দাশ, সুনিল কান্তি নাথ, কান্ত লাল দাশ, দীলিপ দাশ, প্রকৌশলী সীতানাথ ভৌমিক, বাবুল কান্তি নাথ, খোকন চন্দ্র শীল ঝন্টু, সমর কান্তি দাশ কেশব শীল, সুজিত চক্রবর্তী, লিটন চন্দ্র দাশ, মিনু রাণী দেবী, চন্দন কুমার নাথ, লক্ষ্মীপদ দাশ লক্ষ্মণ, সুধীর চন্দ্র দাশ, রঞ্জিত কুমার নাথ, খোকন দেবনাথ, রিপন চৌধুরী, জগদীশ দাশ জগত, খেলন দাশ, জহরলাল নাথ, কৌশিক দেবনাথ, মানিক দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।