চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) ও আইসিএমএবি’র (ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ) উদ্যোগে গতকাল শুক্রবার র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ‘বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট : বাংলাদেশের মুক্তির উপায়’ শীর্ষক দিনব্যাপী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, আইসিএমএ’র প্রেসিডেন্ট ও এক্স-ইনডেক্স কোম্পানিজ’র অ্যাডিশনাল এমডি মামুনুর রশিদ এবং আইসিএমএ’র ভাইস-প্রেসিডেন্ট ও ইনফিনিটি গ্রুপ অব কোম্পানিজ’র চেয়ারম্যান ইমতিয়াজ আলম। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট ও শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট’র ভাইস-চেয়ারম্যান আরিফ খান। সম্মেলনে সভাপতিত্ব করেন সিবিসির চেয়ারম্যান আসাদুর রহমান। সিবিসি’র সেমিনার ও কনফারেন্স কমিটির চেয়ারম্যন মোহাম্মদ আরিফ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
‘বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও ঋণ পরিশোধের সক্ষমতা’ শীর্ষক প্রবন্ধটি উপস্থাপন করেন বিডিআরএএল’র সিইও এবং ডিবিসি’র চেয়ারম্যান ড. সৈয়দ আবদুল্লা-আল মামুন। আলোচনায় অংশগ্রহণ করেন আইসিএমএবি’র কাউন্সিল মেম্বার মো. কাউসার আলম এবং পরিচালনায় ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর এম. সাইফুর রহমান মজুমদার। ‘সামষ্টিক অর্থনৈতিক সমস্যাসমূহ ও বাংলাদেশের জন্য করণীয়’ শীর্ষক প্রবন্ধটি উপস্থাপন করেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান, আলোচনায় ছিলেন আই-ক্যালিপার্স’র প্রেসিডেন্ট ও সিইও নাজমুল হায়দার, পরিচালনায় ছিলেন আইসিএমএবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ও ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লি. এর প্রেসিডেন্ট ও সিইও মুজাফফর আহমেদ।
সম্মেলনে বিপুল সংখ্যক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শীর্ষস্থানীয় ব্যাংকার, বিভিন্ন বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্বাহী, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইসিএমএবি এর ফেলো ও অ্যাসোসিয়েট মেম্বার এবং চট্টগ্রাম শাখার ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।