বৈশাখ মাসে

কনক কুমার প্রামানিক | বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

কাঠফাটা রোদের সাথে

বৈশাখ দাঁড়িয়ে দ্বারে,

তৃষ্ণার্ত কাক ছুঁটে চলে

যায়না থাকা ঘরে।

শূন্যে ভাসে মেঘের ভেলা

খাঁখাঁ চারিদিক,

দূর দিগন্তে মরিচীকা

করে চিকচিক।

প্রকৃতি আজ পাংশুটে

সবুজ হয় লীন,

বৈশাখের খরার মাঝে

অতিষ্ট রাত দিন।

পূর্ববর্তী নিবন্ধগিয়েছিলাম মেলায়
পরবর্তী নিবন্ধবৈশাখী আম