থোকা থোকা ফুল ফুটে
বৈশাখ মাসে
রঙে ভরা রঙ্গন
ফিক ফিক হাসে।
ফড়িংয়ের ওড়াওড়ি
সবুজ ঐ ঘাসে
তার ফাঁকে ছোট ছোট
ঘাস ফুল হাসে।
যেদিকেই চোখ যায়
সবুজের মেলা
বনফুলে প্রজাপতি
করে শুধু খেলা।
সোনালুর ফুল সব
ঝলমল করে
তার মাঝে সোনা ঝরে
মন যায় ভরে।
সরোয়ার রানা | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ