বৈশাখী বারতা

মারজিয়া খানম সিদ্দিকা | বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বৈশাখী তপ্ত বালুর আবছা ছায়ায় জীর্ণ কায়া মেলে,
কে যায়রে বরণ করতে ডানায় উড়ে সোনালী চিলে।
এসো বৈশাখ! এসো এসো!
শীর্ণকায় নদীর জলে নাইতে গিয়ে তাই,
কোন রমণী কল্পনাতে বাসরটা সাজায়।
এসো বৈশাখ! এসো এসো!
দূর অশত্থের ছায়ায় বসে রাখালিয়া বাঁশির রাগিনী,
ঘরে যে আর থাকা হলো না শুরু হলো নতুন কাহিনী।
এসো বৈশাখ! এসো এসো!
উজান হাওয়ায় পাল লাগিয়ে চলছে সে কোন উজানী
বেড়ার ফাঁকে রাঙা ঠোঁটে স্বপ্ন দোলে কোন গৃহিণীর।
এসো বৈশাখ! এসো এসো!
নতুন করে তোমায় পাব নাই কোন শঙ্কা তাতে,
আসুক তুফান, আসুক ঝড় রইবে মনে অন্ত প্রাতে।
এসো বৈশাখ! এসো এসো!
পলাশ শিমুলের দিন ফুরালো ফিরলো এবার কৃষ্ণচূড়া
সোনালু আর জারুলের বিমুগ্ধতায় রঙ ছড়াবে রাঁধাচূড়া
এসো বৈশাখ! এসো এসো!
বৈশাখ এতো দোর্দণ্ড প্রতাপ, হয়তো খরতাপ, দুরন্ত বায়
জীবনের জরা কেটে বয়ে আনুক সুখসুর অবলীলায়।
এসো বৈশাখ! এসো এসো!

পূর্ববর্তী নিবন্ধরঙে ভরা বৈশাখ
পরবর্তী নিবন্ধআনন্দে জাগো আজি