বৈশাখী আমেজে

রূপক কুমার রক্ষিত | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চৈতালি রাতের প্রহর শেষে
সোনালী আলোয় চড়ে
নুতন বছর দাঁড়ায় এসে
বৈশাখের প্রান্তরে।
বর্ষ-বরণে বাঙালি মাতে
বৈশাখী রঙ সাজে,
নতুন ধ্যানে নতুন সুখ
ছড়ায় সবার মাঝে।

নতুন কাপড় পরবে সবাই
নতুন প্রমোদ নিয়ে
নতুন শপথে চলবে পথে
দীপ্ত নজর দিয়ে।
নতুন স্বপনে রাঙানো মনে
বাধেনা খুশির বান,
নতুন দিনের নতুন সুরে
রচে যে নতুন গান।
অতীত গ্লানি ভ্রান্তি ভুলে
নতুন চেতনা জাগে,
কষ্ট দুঃখ সবই ঢাকে
শান্তি সুখের রাগে।

পূর্ববর্তী নিবন্ধবোশেখের রঙ
পরবর্তী নিবন্ধবৈশাখের রঙ