খাটের নিচে রাখছিলো আম
নানি জড়ো
নাতি সোনা খেয়ে নিলো
সবার অগোচরে।
বললো নানা সকাল বেলায়
আম নিয়ে আয় কেটে
ফোকলা দাঁতে হেসে বলে
আম যে আমার পেটে।
ঠিক তখুনি গাছ থেকে আম
পড়লো ধাপুস করে
এক দৌড়ে নানা ভাইয়ে
নিলো কোঁচা ভরে।
পাকা আমের ম ম ঘ্রাণে
বাজে খুশির বীণ
বৈশাখী আম চুষে জনি
মুখ করে রঙিন।
.