চন্দনাইশের বৈলতলী ইউনিয়নে স্কুল ভবন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। তিনি গত শুক্রবার ৫ কোটি টাকা ব্যয়ে বৈলতলী উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ৭১ লাখ টাকা ব্যয়ে ভগবান চৌধুরী হাট– খোদারহাট সড়ক উন্নয়ন কাজের উদ্বাধনকালে বলেন, সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যদিয়ে দেশের চেহারা পাল্টে দিয়েছেন। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন, মেট্রো রেল নির্মাণ ছিলো আমাদের স্বপ্ন। এসকল মেগা প্রকল্প বাস্তবায়ন করে তিনি আমাদের স্বপ্নের বাস্তব রূপ দিয়েছেন। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলন প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, আ’লীগ নেতা কবির আহমদ, আবুল হাসন, আহমদ কবির, মাও. আবুল কাশম নুরী, মেম্বার নওশা মিয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম, নাজিম উদ্দীন ভুইয়া, ছাত্রলীগ নেতা মো. মামুন প্রমুখ।