বৈলছড়ীতে ১০ হাজার চারা রোপণ ও বিতরণ কার্যক্রম

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর বৈলছড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১০ হাজার গাছের চারা রোপণ, বিতরণ কার্যক্রম ও উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে বৈলছড়ী ইউনিয়নের কিশোরকিশোরী ক্লাবকে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সচিব মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য হাফেজ মো. রমিজ, টুটুল তালুকদার, আবু সিদ্দিক, আবদুল আলীম, পিংকু পুরোহিত, বিকাশ দত্ত, মো. সেলিম, দিদারুল হক, আনোয়ারা বেগম, পারভীন আক্তার, এনজিও প্রতিনিধি মো. নজরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ
পরবর্তী নিবন্ধজলসা মার্কেটে দোকান থেকে চুরি হওয়া ৩ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার