বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বাতিল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে টানা ঝড় বৃষ্টির প্রভাব পড়ল বিশ্বকাপে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বে। প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল হয়ে গেল যুক্তরাষ্ট্রের বিপক্ষে গা গরমের ম্যাচ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গতরাতে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ায় মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগেই ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। টিটোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে গিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই প্রথম বিশ্বকাপের কোনো ভেন্যুতে খেলার অপেক্ষায় ছিল তারা। প্রকৃতির বাগড়ায় হাতছাড়া হলো সেই সুযোগ। টুর্নামেন্টের মূল পর্বে এই মাঠেই বাংলাদেশের প্রথম ম্যাচ। আগামী ৭ জুন (বাংলাদেশ সময় ৮ জুন ভোর সাড়ে ৬টা) অভিযান শুরুর ম্যাচটিতে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচটি ভেস্তে যাওয়ায় মাঠের উইকেট সম্পর্কে ধারণা নিতে পারল না নাজমুল হোসেন শান্তর দল।

প্রস্তুতি পর্বে আরেকটি ম্যাচ অবশ্য রয়েছে বাংলাদেশের। সেটি নিউইয়র্কের নবনির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট মাঠে। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। বাংলাদেশভারত ম্যাচ দিয়েই নিউইয়র্কের স্টেডিয়ামটির আনুষ্ঠানিক পথচলা শুরু হবে। পরে ওই মাঠে আগামী ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। টেক্সাসের হিউস্টনে সেই সিরিজ শান্তর দলের জন্য বড় ধাক্কা হয়ে আসে। অভাবনীয়ভাবে প্রথম দুই ম্যাচেই সিরিজ হেরে বসে বাংলাদেশ। শেষ ম্যাচে দাপুটে জয় দিয়ে অবশ্য হোয়াইটওয়াশ এড়ানো গেলেও মানসিক ক্ষতি কতটা পুষিয়ে নেওয়া গেছে কিনা সেই প্রশ্ন থেকেই গেছে। নিজেদের শেষ পর্বের প্রস্তুতি সেরে নেওয়ার জন্য তাই ডালাসের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য।

পূর্ববর্তী নিবন্ধঅন্তত দুই বছর সময় চান শান্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচন