চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বৈধ অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ভোর ৬টা থেকে ২৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত বৈধ অস্ত্র বহন, প্রদর্শন কিংবা ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নকিব হাসান তরফদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তবে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত সকল বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি দফতর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাগুলোতে নিয়োজিত প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য নয়।
আদেশে বলা হয়, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ ও বৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য ১৮৭৮ সালের অস্ত্র আইন অনুযায়ী সরকার এ আদেশ জারি করেছে। যারা এ আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, চট্টগ্রামে বৈধ অস্ত্রের সংখ্যা ৪,২৫৭টি। এর মধ্যে নগরীতে ২,৪৭৭টি আর উপজেলাগুলোতে রয়েছে ১,৭৮০টি।