বৈদ্য বাড়ির আসন ঘরে আগুনের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে

পরিদর্শনকালে নজরুল ইসলাম চৌধুরী এমপি

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রেহাই নাই। সাতকানিয়ার তেমুহনী চণ্ডী বৈদ্য বাড়িতে আগুন দিয়ে আসন ঘর জ্বালিয়ে দেয়ার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। প্রত্যেক সমাজে কিছু খারাপ লোক থাকে। তাদেরকে আইনের আওতায় না আনলে অপরাধ প্রবণতা বেড়ে যায়। এজন্য প্রকৃত অপরাধীকে ছাড় দেয়ার সুযোগ নাই। অপরাধী যে দলেরই হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। বৈদ্য বাড়িতে আগুন দেয়ার সাথে সম্পৃক্তদের জন্য আমাদের দলের কেউ তদবির করলে তাকেও শাস্তি ভোগ করতে হবে।”

সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী চণ্ডী বৈদ্য বাড়িতে সম্প্রতি রাতের অন্ধকারে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া আসন ঘরগুলো আজ রবিবার(১৩ ফেব্রুয়ারি) বিকালে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম চৌধুরী আরো বলেন, “সাতকানিয়ায় এক সময় জামায়াত-শিবিরের ক্যাডারেরা অস্ত্র নিয়ে উলঙ্গ নৃত্য করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এলাকার মানুষকে জিম্মি করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নৃশংস তাণ্ডব চালাতো। এখন আর সেই অবস্থা নাই। সন্ত্রাসের জনপদ সাতকানিয়া এখন শান্তির জনপদে পরিণত হয়েছে। এখানে কেউ সাম্প্রদায়িকতার আগুন নিয়ে খেলা করলে তাকে চুল পরিমানণ ছাড় দেয়া হবে না।”

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারন সম্পাদক ওচমান আলী, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপন কান্তি দাশ সুজন ও চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. আলী।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় তাসিফ হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনগর ছাত্রলীগের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার