হাটহাজারীতে বৈদ্যুতিক পাখা ছিঁড়ে পড়ে মোচ্ছাম্মৎ এলিজাবেথ নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা আহত হয়েছেন।
আজ রবিবার (১০ অক্টোবর) উপজেলার চারিয়া সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আহত শিক্ষিকাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, আজ রবিবার মোচ্ছাম্মৎ এলিজাবেথ নামে এই শিক্ষিকা যথারীতি বিদ্যালয়ে যান। গরম অনুভূত হলে বৈদ্যুতিক পাখা চালু করার কিছুক্ষণ পর বিদ্যালয়ের পাকা ছাদের সাথে আটকানো পাখাটি ছিঁড়ে গিয়ে শিক্ষিকার মাথার এক পাশে পড়ে।
এতে তার কান, মাথা ও মুখের এক পাশে আঘাত লাগে। উপস্থিত অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
পাখা ছিঁড়ে পড়ে শিক্ষিকা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম। তিনি আহত শিক্ষিকা সুস্থ আছেন বলেও জানান।