বৈদ্যুতিক তার চুরি রেলের ৩ কর্মচারী কারাগারে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

রেলওয়ের বৈদ্যুতিক তার চুরির দায়ে ৩ রেল কর্মচারীকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃত আসামিরা হলেন- আবুল কালাম মজুমদারের পুত্র মো. নুরুল আজিম মজুমদার (২৪), মকবুল হোসেনের পুত্র এরশাদ আলী (২৯) ও জীবন সরকারের পুত্র রাজিব সরকার (২৬)। এরা সকলেই পাহাড়তলী রেলওয়ে বিদ্যুৎ বিভাগের কর্মচারী। গত বুধবার আদালতে তাদের হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। জানা গেছে, গত ১ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী রেলওয়ে ওভার ব্রিজ এলাকা থেকে রেলওয়ের বৈদ্যুতিক তারসহ একজন কর্মচারীকে গ্রেফতার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে গ্রেফতার ব্যক্তির তথ্যের ভিত্তিতে আরো দুইজন কর্মচারীকে রেলওয়ের চোরাই বৈদ্যুতিক তারসহ পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত তার সহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে হাবিলদার বাবলা দাশ এজাহার প্রদান করে আরএনবি পাহাড়তলী কারখানা চৌকিতে স্থানান্তর করা হয়। বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে রেলওয়ে সম্পত্তি আইনে মামলা রুজু করা হয় এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয় বলে জানান পাহাড়তলী রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক সিকদার। ঘটনার বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসিস্ট্যান্ট কমান্ডেন্ট সত্যজিৎ দাশ জানান, রেলওয়ের সম্পদ রক্ষার কাজে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের বিদ্যুৎ সংযোগ মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধশতবর্ষী পুকুর ভরাট