চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির সদস্যদের বিনোদনের লক্ষ্যে প্রথমবারের মত আন্তঃফুটবল টুর্নামেন্ট আগামী ১২ নভেম্বর এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হবে। ১২ দলের এই টুর্নামেন্টে উদ্বোধনী দিনে বিকাল তিনটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে হালিশহর ও পাঁচলাইশ এবং এরপর ২য় ম্যাচে পরষ্পরের মোকাবেলা করবে চকবাজার ও কোতোয়ালী।
এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য টুর্নামেন্টের আহবায়ক নজরুল ইসলাম রোহেল ও সংগঠনের ক্রীড়া সম্পাদক শাহিনুর রহমান সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।