বৈদ্যুতিক খুঁটি পড়ে ভাঙল হাসপাতালের সীমানা প্রাচীর

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বৈদ্যুতিক খুঁটি পড়ে ভেঙে গেছে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর। গতকাল মঙ্গলবার মাঝরাতে ঝড়ের কারণে খুঁটি পড়ে এ সীমানা প্রাচীর ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সামান্য ঝড়-বৃষ্টিতে হঠাৎ বৈদ্যুতিক খুঁটি পড়ে হাসপাতালের সীমানা প্রাচীর ভেঙে যায়। ধারণা করা হচ্ছে, ত্রুটিপূর্ণভাবে স্থাপিত হওয়ায় বৈদ্যুতিক খুঁটিটি পড়ে গেছে। সকালে বিদ্যুৎ অফিসের লোকজন এসে খুঁটিটি পুনরায় একই স্থানে স্থাপন করে দেয়। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম ছরওয়ার জাহান জানান, রাতে ঝড়-বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে এলাকায় পড়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি পুনরায় স্থাপন করা হয়েছে। হয়তো সীমানা প্রাচীর পুরাতন হওয়ায় বৈদ্যুতিক খুঁটি পড়ে ভেঙে গেছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, বৈদ্যুতিক খুঁটি পড়ে হাসপাতালের প্রায় ৫০ ফুট সীমানা প্রাচীর ভেঙে গেছে। সীমানা প্রাচীর ভেঙে যাওয়ায় ওই স্থান দিয়ে যে কেউ অবাধে চলাচল করছে। এতে হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদুই চোরকে ধরে পুলিশে দিল জনতা
পরবর্তী নিবন্ধদেশে মৃত্যু বেড়েছে কমেছে রোগী