বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারা বাসের ধাক্কা, নিহত ৩

ঈদগাঁও প্রতিনিধ | সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৪:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজরের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন। গতকাল রবিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইসলামাবাদ ওয়াহেদর পাড়া হাঁসের দিঘীর সামনে এঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ মুরাদ (১৮), কালাম ভাণ্ডারী (৬০) ও মোহাম্মদ জাহেদ (২৮)।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আবদুল হালিম বলেন, ৪৫ জনের একটি দল শনিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নীলাচল পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৪: ২৯৩৭) নামের একটি বাসে করে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে বাসের মাথা দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। অন্যজন কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া এ দুর্ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭জনকে ঈদগাঁও মেডিকেল সেন্টার এবং ৭জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী চাটখীল সমপাড়ার কলেজ শিক্ষার্থী তারেক আজিজ বলেন, নীলাচল পরিবহনের চালক ঘুমঘুম ভাব নিয়ে গাড়ি চালাতে গিয়েই এ দুর্ঘটনাটি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধদুদকের জালে সাবেক শিল্প প্রতিমন্ত্রীসহ আট এমপি
পরবর্তী নিবন্ধ‘কিশোর গ্যাং’ এর সেই দুই সদস্য আবার গ্রেপ্তার