বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, বৈদেশিক সাংস্কৃতিক আগ্রাসন থেকে রক্ষা করার জন্য জাসাসের প্রতিষ্ঠা। সামাজিক এসব অবক্ষয় ও বিশৃঙ্খলার মূলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব ফেলছে ভিনদেশী সাংস্কৃতিক আগ্রাসন। কোনো জাতির পরিচয় তুলে ধরার জন্য সংস্কৃতি একটা বিরাট পন্থা হিসেবে কাজ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জাতীয় জীবনে সংস্কৃতি চর্চার গুরুত্ব উপলব্ধি করেন এবং এর উন্নয়ন বিকাশে নানাবিধ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেন। আজ মানুষের আর্তনাদ, দুর্নীতি আর দুঃশাসনের কারণে অবৈধ সরকার দেশটাকে দুর্নীতির ডিপো বানিয়েছে, তাই আসুন জনগণের দল হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হই। গতকাল রোববার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের উদ্যোগে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফ উল্লাহর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, সালাহ উদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, জাসাস চট্টগ্রাম মহানগর সদস্য সচিব মামুনুর রশিদ শিপন। বক্তব্য রাখেন সন্দ্বীপের এডভোকেট আবু তাহের, ফটিকছড়ির কর্নেল আজিম উল্লাহ বাহার, রাউজানের অধ্যাপক মো. জসিম উদ্দিন চৌধুরী, মীরসরাইয়ের শহিদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী, আবু আহমদ হাসানাত, আবদুল আউয়াল চৌধুরী, আলমগীর হোসেন ঠাকুর, গাজী মো. হানিফ, জাহিদুল আফসার জুয়েল, লায়লা ইয়াসমিন, মীর্জা মেশকাত হোসেন চৌধুরী, জসিম উদ্দিন তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।