বৈদেশিক ঋণের ভারে ডুবছে পাকিস্তান

| মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

পাকিস্তানের আর্থিক ঋণ বেড়েই চলেছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসেই ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে দেশটি। এর মধ্যে আছে গত মাসে চীন থেকে নেওয়া ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের নতুন বাণিজ্যিক ঋণ। দি এক্সপ্রেস ট্রিবিউন অনুসারে, অর্থ মন্ত্রণালয় জানিয়েছে , ২০২০-২১ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়কালে সরকার একাধিক আর্থিক উৎস থেকে ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ লাভ করেছে। গত অর্থবছরের একই সময়ে মোট ঋণের পরিমাণ ছিল ৬ শতাংশ বা ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার। শুধু জানুয়ারি মাসে সরকার ৯৬০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পায়, যার মধ্যে বাণিজ্যিক ব্যাংক থেকে ৬৭৫ মিলিয়ন মার্কিন ডলার, যা ছিল সবচেয়ে ব্যয়বহুল ঋণ। মন্ত্রণালয় বলেছে, ৬.৭ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ২.৭ বিলিয়ন মার্কিন ডলার বা মোট ঋণের ৪১ শতাংশ বৈদেশিক বাণিজ্যিক ঋণের কারণে নেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা ক্রীড়া চক্র সিক্সে সাইড ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধ‘দ্রুত’ সৌদি যুবরাজের শাস্তি চান খাশোগির বাগদত্তা