বাংলাদেশ বৈদিক পরিষদ (বিবিপি) কেন্দ্রীয় কমিটির সমন্বয় সভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা চেয়ারম্যান গলিস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বিবিপির নতুন উপদেষ্টা হিসেবে ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, সুমন কান্তি দে এবং যুগ্ম সম্পাদক টিপু দাশ গোপালকে বরণ করে নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুজয় কুমার দাশ। অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অরুন কান্তি মল্লিক, ডা. নারায়ন চন্দ্র মজুমদার, মানিক চন্দ্র বৈদ্য, অ্যাড. তৃঞ্চা ভট্টাচার্য, অ্যাড. সুমন দাশ, তারানাথ চক্রবত্তী, বিভাষ দাশ, রতন দাশ, মানিক চন্দ্র শীল, প্রবাল দে, প্রবাল দত্ত, সৈকত ভট্টাচার্য, নিপক লালা, সুজিত চৌধুরী, সজল দাশ, দেবব্রত শীল বাসু, দুর্জয় বিশ্বাস প্রমুখ। সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।