বৈদিক পরিষদের আলোচনা সভা

| শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৈদিক পরিষদ (বিবিপি) চট্টগ্রাম মহানগর কমিটির আলোচনা সভা, শপথগ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী সুকুমার বৈদ্য। মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন বিবিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজয় কুমার দাশ। আশীর্বাদক ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি অরুণ কান্তি মল্লিক। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর সুকান্ত ভট্টাচার্য্য। প্রধান বক্তা ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. নারায়ণ চন্দ্র মজুমদার। সংবর্ধিত অতিথি ছিলেন চসিকের নবনির্বাচিত কাউন্সিলর নিলু নাগ ও রুমকি সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন ডা. দেবাশীষ মজুমদার, নারায়ণ কান্তি দাশ অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী, বিবিপি চট্টগ্রাম দোলন দাশ লায়ন সুভাষ চন্দ্র দাশ। অধ্যাপক মনোজ কুমার দেবের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক প্রদীপ দাশ ও সাধারণ সম্পাদক রাজীব দে (শম্ভু)। তন্বী দাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উৎপল দত্ত, সাধারণ সম্পাদক রঞ্জন দত্ত, সবিতা বিশ্বাস, শ্যামল দাশ, দুর্জয় বিশ্বাস। কমিটির কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান সুকুমার বৈদ্য। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী শীলা চৌধুরী, পিন্টু ঘোষ, তৃষা দে, স্মৃতি দে, ত্রিবেণী পাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাতাকুড়ানীর ব্যথা
পরবর্তী নিবন্ধস্মৃতিতে রঙিন একটি দিন