বৈঠকে ডেকে সিএন্ডএফ ব্যবসায়ীকে মামলায় ফাঁসানোর অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

প্রতিপক্ষ বৈঠকে ডেকে সিএন্ডএফ ব্যবসায়ী সাইফুল ইসলামকে মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাইফুলের স্ত্রী উক্ত অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সাইফুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করে বলেন-কিছুদিন আগে যুবলীগ নেতা নামধারী নওশাদ মাহমুদ রানা ও তার সহযোগীরা আমার স্বামীকে বৈঠকের কথা বলে জোরারগঞ্জের বাড়ি থেকে ডেকে নিয়ে একটি মিথ্যা অস্ত্র মামলায় তাঁকে ফাঁসিয়ে দিয়েছে। এঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আমার স্বামীর অনুপস্থিতির সুযোগে গত ৭ ফেব্রুয়ারি তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, কর্মচারীদের মারধর করা হয় বলে অভিযোগ করেন সাইফুলের স্ত্রী। এসময় তারা চেকবইসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। এতে উপস্থিত ছিলেন সাইফুলের মা সালেহা খাতুন, বোন আফসানা ফেরদৌস, জান্নাতুল ফেরদৌসের মা রোশনারা বেগম, বড়ভাই তানিম, ছোটভাই অর্ণব ও সাইফুলের দুই সন্তান।
জান্নাতুল ফেরদৌস দাবি করেন- আমার স্বামী সাইফুল একজন স্বনামধন্য ব্যবসায়ী। সরলতার সুযোগ নিয়ে সাইফুলের টাকা আত্মসাত ও ব্যবসায়িক ক্ষতি করে নওশাদ মাহমুদ রানা। পরে আমার স্বামী তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিতে বাধ্য হয়। এরপর থেকে প্রতিপক্ষরা সাইফুলকে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন করেন সাইফুলের স্ত্রী। এরআগে গত ৩ ফেব্রুয়ারি জোরারগঞ্জ থেকে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ।
গত অক্টোবরে সাইফুলকে অপহরণের অভিযোগ এনে প্রতিপক্ষ নওশাদসহ কয়েকজনকে আসামি করে হালিশহর থানায় মামলা করেন সাইফুলের স্ত্রী। অপহরণের ২২ ঘন্টা পর ১৬ অক্টোবর সাইফুলকে হাত-পা বাঁধা অবস্থায় জিইসি মোড় থেকে উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় তিন মেয়র প্রার্থীকে জরিমানা
পরবর্তী নিবন্ধটেকনাফে গোলাগুলিতে ‘মাদক কারবারি’ নিহত