বৈজ্ঞানিক সম্মেলন বিষয়ে প্রস্তুতি সভা

সাউদার্ন মেডিকেল কলেজে

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

সাউদার্ন মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘এসএমসিএইচ সামিট ২০২৫’ আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দেশিবিদেশি গবেষকদের অংশগ্রহণে স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার সাউদার্ন মেডিকেল কলেজের উদ্যোগে আয়েজিত প্রস্তুতি সভায় অর্গানাইজিং কমিটির সভাপতি ও সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, অর্গানাইর্জিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবদুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক জাফরুল ইসলাম চৌধুরী, অর্গানাইজিং কমিটির সদস্য অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. দেওয়ান আসাদউল্লাহ, অধ্যাপক ডা. নাসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক ডা. মেহেরুন কবির, অধ্যাপক ডা. শেফা সরওয়াত আলম, অধ্যাপক ডা. নাসিমা আক্তার, অধ্যাপক ডা. নন্দন কুমার মজুমদার, ডা. আবু সাদাত মো. সাইফুদ্দিন, মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. আতিকুল ইসলাম চৌধুরী, ডা. মো. মিনহাজুল আলম প্রমুখ। সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে কলেজ কর্তৃক অর্গানাইজিং কমিটি, পৃষ্ঠপোষক কমিটি, উপদেষ্টা কমিটিসহ বিভিন্ন উপকমিটি সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের যুব সমাবেশ
পরবর্তী নিবন্ধবার্মিংহামের লর্ড মেয়রের সঙ্গে চসিক মেয়রের বৈঠক