বেড়েছে শনাক্তের হার

দেশে আরও ২২ মৃত্যু

আজাদী ডেস্ক | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

দেশে গত শনিবার করোনাভাইরাস শনাক্তের হার ছিল ৯.৩৯ শতাংশ। আর গতকাল রোববার শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ২৯ শতাংশ। একদিনে শনাক্তের হার বেড়েছে ০ দশমিক ৯ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৭২ জন। গতকাল সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৭২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জন হয়েছে। গত একদিনে মারা যাওয়া ২২ জনকে নিয়ে মোট ৮ হাজার ৬৯০ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন হয়েছে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৯টি ল্যাবে ২১ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৯ হাজার ১১৯টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৯ জন পুরুষ আর নারী ৩ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ১৩ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, এবং ২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৭ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন রাজশাহী বিভাগের এবং ১ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘ছুটির গুজবে’ ব্যাপক দরপতন পুঁজিবাজারে
পরবর্তী নিবন্ধএক মোবাইলের জন্য ছুরির ১৬ আঘাত