বেড়াতে বের হয়ে চন্দনাইশে গৃহবধূ নিখোঁজ

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৭ মে, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

ঈদের ৩য় দিন বেড়াতে বের হয়ে চন্দনাইশে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। নিখোঁজ গৃহবধুর নাম মারজানা আকতার (২০)। গত ৫ মে সন্ধ্যায় বেড়ানো শেষে স্বামীর সাথে বাড়ি ফেরার পথে উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ গৃহবধূর স্বামী হামিদুর রহমান বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি ডায়েরি দায়ের করেন।

থানায় দায়েরকৃত ডায়েরি সূত্রে জানা যায়, উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ খন্দকারপাড়া এলাকার হামিদুর রহমান মাত্র ৩ মাস পূর্বে মারজানা আকতারকে বিয়ে করেন। গত ৫ মে দুপুরে মারজানাকে নিয়ে হামিদুর রহমান তার এক আত্মীয় বাড়ি বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে দোহাজারী দেওয়ানহাট এলাকায় ব্যাটারি চালিত অটোরিকসা ভাড়া করার জন্য গেলে তার স্ত্রী মারাজানা আকতার নিখোঁজ হয়। পরে তাকে বিভিন্নস্থানে খুঁজেও আর পাওয়া যায়নি। এ ব্যাপারে নিখোঁজের স্বামী গতকাল শুক্রবার সন্ধ্যায় চন্দনাইশ থানায় ডায়েরি দায়ের করেন।

উল্লেখ্য, দেওয়ানহাট এলাকায় মারজানা আকতারের আরেকবার বিয়ে হলেও মাত্র ১ মাসের মাথায় সে সংসার ভেঙে যায় এবং তিন মাস পূর্বে হামিদুর রহমানের সাথে তার ২য় সংসার শুরু হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গৃহবধূ নিখোঁজের ব্যাপারে তার স্বামী হামিদুর রহমান বাদী হয়ে একটি ডায়েরি দায়ের করেন। ঘটনায় তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ গৃহবধূ মারজানাকে উদ্ধারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধমঞ্জুর মোর্শেদ
পরবর্তী নিবন্ধসংগ্রামে আন্দোলনে প্রীতিলতা প্রেরণার উৎস