বেড়াতে গিয়ে নদীতে ডুবে সিটি কলেজ ছাত্রের মৃত্যু

কাপ্তাইয়ে মর্মান্তিক ঘটনা

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২৯ মে, ২০২১ at ৩:৫৪ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রাম সিটি কলেজের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মৃত কলেজ ছাত্রের নাম তন্ময় দাশ (১৯)। তিনি নগরীর টাইগারপাস এলাকায় সুবল দাশের পুত্র।
জানা গেছে, গতকাল চট্টগ্রাম থেকে তন্ময়সহ ১০ বন্ধু কাপ্তাই বেড়াতে আসেন। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে বিকালে চন্দ্রঘোনা কয়লার ডিপু থেকে একটি ইঞ্জিন বোটে চড়ে সবাই নৌ বিহারে বের হন। এক পর্যায়ে চিৎমরম ইউনিয়নের সীতারঘাটে গিয়ে নদীতে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যান তন্ময়। পরে তার কোনো সন্ধান না পেলে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির ডুবুরি দলকে খবর দেওয়া হয়। একপর্যায়ে ৯ জন ডুবুরি কর্ণফুলী নদীতে তল্ল্লাশি চালান। প্রায় ২ ঘণ্টা পর রাত ৮টার দিকে তন্ময়কে উদ্ধার করতে সক্ষম হন তারা। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। মৃত তন্ময় দাশের বাবা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি কারো বিরুদ্ধে অভিযোগ না করলে বা পরিবার যদি ময়নাতদন্ত ছাড়া লাশ বুঝে নিতে চায় সে ক্ষেত্রে পুলিশ বাস্তবতা অনুযায়ী পদক্ষেপ নেবে।

পূর্ববর্তী নিবন্ধসনাতন পদ্ধতিতে ফোটানোর চেষ্টায় নষ্টও হলো কিছু ডিম
পরবর্তী নিবন্ধ২৫০০ কোটি টাকার আউটার রিং রোড এখন ট্রাক স্ট্যান্ড!