নতুন বাজেটে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম এই চার জেলার বাইরে বেসরকারি উদ্যোগে হাসপাতাল তৈরি করার ক্ষেত্রে ১০ বছরের জন্য কর অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। গতকাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এই প্রস্তাব দেন। খবর বিডিনিউজের।
অর্থমন্ত্রী বলেন, এই চারটি জেলার বাইরে অন্যান্য জেলায় ন্যূনতম ২৫০ শয্যার সাধারণ হাসপাতাল এবং ন্যূনতম ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতালের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। তবে ছাড় পেতে হলে এসব হাসপাতালে শিশু ও নবজাতক, নারী ও মাতৃস্বাস্থ্য, অনকোলজি, ওয়েলবিং ও প্রিভেনটিভ মেডিসিন ইউনিট থাকতে হবে।












