বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শ্রমিকদের মজুরি ন্যূনতম ২০ হাজার টাকা ধার্য করতে হবে

কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও সমাবেশ

| মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:৩৬ পূর্বাহ্ণ

বেসরকারী স্বাস্থ্য খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ধার্য করার দাবিতে এক মানববন্ধন ও সমাবেশ গতকাল সোমবার প্রবর্তক মোড়ে অনুষ্ঠিত হয়। বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সভাপতি ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সভাপতি তপন দত্ত। উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, মোহাম্মদ মিজানুর রহমান, বিপ্লব দাশ, বিপ্লব চক্রবর্তী, শিমু বেপারী, মোকাদ্দেছা খানম, হাফসা বেগম, মর্জিনা আক্তার, মাহমদু বেগম, মোহাম্মদ মাহফুজ আলম, মোহাম্মদ রিফাত হোসেন, রাজীব দাশ, আব্দুন নুর প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সারা দেশে বেসরকারী মালিকানায় হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে নন ডিপ্লোমাধারীদের শুরুতে তিন থেকে ছয় মাস টেনিং দিয়ে দক্ষতা অর্জনের পর স্বল্প বেতনে নিয়োগ দেয়া হয়। সম্প্রতি সিভিল সার্ভিস অফিসের নির্দেশনার অজুহাতে মালিকরা হাজার হাজার কর্মচারীকে চাকুরীচ্যুত করার হুমকি বা সউদ্যোগে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছে। এই ধরনের স্বেচ্ছচারিতার ফলে, নার্স টেকনিশিয়ানসহ সকল ধরণের শ্রমিক কর্মচারীদের হতাশা ও ক্ষোভের জন্ম দিচ্ছে।

তিনি মালিক পক্ষকে এই ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার আহবান জানান। সভা শেষে ৪ দফা দাবি জানানো হয়। সমাবেশ শেষে প্রবর্তক মোড় হতে মিছিল সহকারে চট্টগ্রাম সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
পরবর্তী নিবন্ধঅধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ