বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা

| শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা গত বুধবার প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সংগঠনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক শফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইফতেখার কামাল খান, ফজলুল কবির মিন্টু, বিকাশ বসু, তপন তালুকদার, তফাজ্জল হোসেন, মো. পারভেজ, মো. সেলিম, মো. হালিম, মো. হানিফ নুরুল আলম প্রমুখ। সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজান। বিগত চার বছরের আয়ব্যায়ের হিসাব উত্থাপন করেন আদুরী কনা। শোক প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের উপদেষ্টা ইফতেখার কামাল খান।

প্রধান অতিথি বলেন, বেসরকারি স্বাস্থ্য সেক্টরের শ্রমিক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের কারণে বেসরকারি স্বাস্থ্য সেক্টরের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। রোগীদের সুস্থ করার ক্ষেত্রে একজন ডাক্তারের তুলনায় একজন নার্স বা বাদার এর ভূমিকাও কোনো অংশে কম নয়। তিনি করোনাকালে বেসরকারি স্বাস্থ্য সেক্টরের শ্রমিকদের ভূমিকার ব্যাপক প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সরগম সঙ্গীত একাডেমির আলোচনা সভা ও সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে শুরু হলো দুই দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী