বেসরকারি স্বাস্থ্য খাতে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা প্রচলনের আহ্বান

| রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৬:০৪ পূর্বাহ্ণ

বেসরকারী হাসপাতাল ক্লিনিকে কর্মরত শ্রমিককর্মচারীদের রেশনিং ব্যবস্থা প্রচলন এবং বেসরকারি স্বাস্থ্য খাতে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা প্রণয়ন এবং ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ধার্য্য করার দাবিতে এক উঠান বৈঠক গতকাল বিকাল ৩টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। অন্যানের মধ্যে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিজান, সহসভাপতি বিপ্লব দাশ, নারী বিষয়ক সম্পাদক আদুরি কনা। সভায় প্রধান অতিথি তপন দত্ত বলেন, সকল বেসরকারী স্বাস্থ্য শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যে রেশনিং ব্যবস্থা প্রচলন করতে হবে। তিনি বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য বজায় রেখে স্বাস্থ্য খাতে নিয়োজিত সকল শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করার দাবি জানান। উঠান বৈঠক শেষে সংগঠনের নবাগত সদস্যদের পরিচয়পত্র প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানার ওসির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধ৪০নং ওয়ার্ডে অভিবাসন বিষয়ে তথ্য প্রদান বিষয়ক কর্মশালা