বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে কর্তৃত্ব হারাল পরিচালনা পর্ষদ

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বেসরকারি এমপিওভুক্ত স্কুলকলেজে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির কর্তৃত্ব আর থাকল না। এসব প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী পদে এতদিন নিয়োগ হত একটি কমিটির মাধ্যমে। সেই কমিটি গঠিত হত গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে। সেই নিয়মে এবার পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে এসব পদে নিয়োগে সুপারিশ কমিটি গঠিত হবে। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কোনো সদস্য কমিটিতে থাকবেন না। গতকাল সোমবার প্রকাশিত এক পরিপত্রে নতুন এ নিয়ম করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানতে চাইলে বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, আগের মত গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির কর্তৃত্ব থাকছে না। বেসরকারি স্কুলকলেজে কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে এ বিধান করা হয়েছে। এ বিধান অন্তর্ভুক্ত করে ‘বেসরকারি স্কুলকলেজের প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য পদে অনুসরণীয় নির্দেশমালা’ পরিপত্র আকারে জারি করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

পরিপত্রে বলা হয়েছে, শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী পদে নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। কমিটিতে সদস্য হিসাবে থাকবেন সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরানো সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়) এবং সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা। খবর বিডিনিউজের।

নিয়োগ সুপারিশ কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত ও নিয়োগের সুপারিশ করবে। নিয়োগ সুপারিশ কমিটি মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনে একাধিক বোর্ড গঠন করতে পারবে। জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে নবম গ্রেডের নিচে নয় এমন ৩ সদস্য বিশিষ্ট বোর্ড গঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম পৌঁছেছে কুতুবদিয়ায়
পরবর্তী নিবন্ধএজিএস প্রার্থী ফয়সাল আহম্মেদের ইশতেহার ঘোষণা