শিক্ষাঙ্গনে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে স্কুলগুলোতে প্রতি বছর ব্যাপক হারে ও বড় অংকের পুনঃ ভর্তি ফি আদায় করা। যার ব্যয়ভার বহন করা অনেক শিশুর অভিভাবকের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে প্রতিবছর অনেক শিশু পাঠ গ্রহণ অসম্পূর্ণ রেখে ঝরে পড়ছে। ঝরে পড়া অনেক শিশু বাধ্য হচ্ছে জীবন জীবিকার জন্য পথে নামতে। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ করা হয়, বেসরকারি স্কুল ভর্তি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী ভর্তির ক্ষেত্রে চট্টগ্রামসহ অন্যান্য মহানগরগুলোতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলো শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার টাকার বেশি নিতে পারবে না। এছাড়া এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকেও পুনঃ ভর্তি ফি নেওয়া যাবে না। কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলো পুনঃ ভর্তি ফি আদায় করে যাচ্ছে। যা সবার জন্য শিক্ষা কর্মসূচীকে প্রশ্নবিদ্ধ করেছে। শুধু এই একটি কারণে শিক্ষা খাতে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী বরাদ্দ শতভাগ আলোর মুখ দেখছে না। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ সহ বিভিন্ন উদ্দীপনাসঞ্চার মূলক শিক্ষা প্রণোদনার সাফল্য ম্লান হতে বসেছে। অনেক গরীব শিক্ষার্থী অর্থাভাবে পুনঃ ভর্তি হতে না পেরে প্রাথমিক ও মাধ্যমিক স্তর থেকেই ঝরে পড়ছে। যে সব শিক্ষার্থী আর্থিক টানপোড়নের মধ্যেও পড়াশুনা চালিয়ে যাচ্ছে, তাদের শিক্ষা জীবন রয়েছে অনিশ্চয়তার মুখে। তাই সময় এসেছে, মুনাফা লোভী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার। এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে, সবাইকে নিয়ে শিক্ষিত প্রজন্ম গড়ার পরিকল্পনা ভেস্তে যাবে।
শাহ নেওয়াজ
মধ্যম হালিশহর, চট্টগ্রাম