বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি

| সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে গত শনিবার শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কার্যালয় সিজেকেএস ভবনের ৫ম তলায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি এমএ ছফা চৌধুরী। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দীন, অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি, বাশিস সচিব কমল কান্তি ভৌমিক, বাশিস সহ-সভাপতি গোলাম রহমান, উত্তর জেলার সভাপতি মোহাম্মদ মোস্তফা, দক্ষিণ জেলার সচিব এম এ হান্নান, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, পাহাড়তলী থানার সভাপতি আলতাফ মাসুদ।
সংবাদ সম্মেলনে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ও ননএমপিও শিক্ষকদের এমপিওভুক্তকরণ, ৬৫ বৎসর পর্যন্ত চাকরির বয়সসীমা বৃদ্ধিকরণ, বেসরকারি কলেজ ও মাদ্রাসায় সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি করার দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোসনাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধরোটারী ক্লাব অব চিটাগাং নর্থ পরিদর্শনে জেলা গভর্নর