বেসরকারি শিক্ষকদের অবসরভাতা প্রাপ্তির সমস্যা সমাধানে সরকার আন্তরিক

সংসদে শিক্ষামন্ত্রী | বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৪:৩৯ পূর্বাহ্ণ

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণভাতা পাওয়ার ক্ষেত্রে বিলম্বের সমস্যা সমাধানে সরকার আন্তরিক রয়েছে। তিনি গতকাল বুধবার সংসদে টেবিলে উপস্থাপিত স্বতন্ত্র সদস্য মোসা. তাহমিনা বেগমের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। খবর বাসসের।

তিনি জানান, এ খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বিবেচনায় ২০২৪২৫ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে ৩০১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তাই এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সব শিক্ষকদের অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসরভাতা দেওয়া সম্ভব নয়।

মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সমস্যার উত্তরণে কমিটি গঠন করা হয়েছে এবং গঠিত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধ‘ছাগলরা’ চিহ্নিত করার আগেই ‘মতিউরদের’ ধরার দাবি সংসদে