আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ করতে যাবেন, তাদের জন্য প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হাব নেতারা বলেছেন, এবছরের চেয়ে আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ প্রায় ৮৩ হাজার টাকা কমেছে। খবর বিডিনিউজের।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। তবে আগামীবছর সর্বনিম্ন খরচ হবে পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা, যা চলতি বছরের তুলনায় ৮২ হাজার ৮১৮ টাকা কম।
এই খরচের মধ্যে হজযাত্রীরা সৌদি আরবে ৩০ থেকে ৪৮ দিন থাকতে পারবেন। এর মধ্যে মদিনায় অবস্থান করতে পারবেন পাঁচ থেকে আট দিন। সাধারণ প্যাকেজের পাশাপাশি কেউ চাইলে বাড়তি মূল্যে বিশেষ প্যাকেজও নিতে পারবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার হজ প্যাকেজের সঙ্গে কোরবানির খরচ ধরা হয়নি।
হজযাত্রীদের পৃথকভাবে কোরবানির খরচ দিতে হবে উল্লেখ করে হাব সভাপতি বলেন, কোরবানি বাবদ আনুমানিক ৮০০ সৌদি রিয়াল খরচ হতে পারে এবং কোরবানি নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, হজে যেতে পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। আগামী বছর ৬৫ বা এর বেশি বয়সীরাও হজে যেতে পারবেন। এজেন্সিগুলো সুযোগ–সুবিধা বাড়িয়ে বা কমিয়ে নিজ নিজ প্যাকেজ ঘোষণা করতে পারবে। প্রত্যেক হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকার সনদ লাগবে।