বেসরকারি ডিপো মালিকদের কর্মসূচি একমাস স্থগিত

আজাদী প্রতিবেদন

সমস্যা সমাধানে বন্দর কর্তৃপক্ষের আশ্বাস | বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

বেসরকারি ডিপো মালিকদের রপ্তানি পণ্য বোঝাই এবং খালি কন্টেনার হ্যান্ডলিং বন্ধ করে দেয়ার কর্মসূচি একমাস স্থগিত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টমসের সাথে আলোচনার পর কর্মসূচি একমাস স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ থেকে ১৯টি বেসরকারি কন্টেনার ডিপো একযোগে রপ্তানি পণ্য এবং খালি কন্টেনার হ্যান্ডলিং বন্ধ করে দেয়ার কর্মসূচি দিয়েছিল।

বন্দর সূত্র জানিয়েছে, বেসরকারি ডিপো মালিকদের অঘোষিত কর্মসূচির বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিকডা নেতৃবৃন্দের সাথে বৈঠক আহ্বান করে। গতকাল বিকেল ৪টা নাগাদ বৈঠক শুরু হয়। এতে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর আহমেদ আমীন আবদুল্লাহ সভাপতিত্ব করেন। সভায় কাস্টমস কমিশনার সফিউদ্দীনসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকডা সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ইমরান ফাহিম নূরসহ কয়েকজন ডিপো মালিক উপস্থিত ছিলেন।

বৈঠকে বিকডার খরচ পোষাতে না পারার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার এবং খালি কন্টেনার হ্যান্ডলিং করতে তাদের হিমশিম খেতে হচ্ছে উল্লেখ করে বলা হয় যে, এজন্য ডিপো মালিকেরা রপ্তানি পণ্য বোঝাই এবং খালি কন্টেনার হ্যান্ডলিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সমস্যার সমাধানে বন্দর কর্তৃপক্ষ বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে আশ্বাস প্রদান করা হলে বেসরকারি ডিপো মালিকেরা আজ থেকে শুরু হওয়া কর্মসূচি এক মাস স্থগিত রাখার ঘোষণা দেন।

পূর্ববর্তী নিবন্ধডিসি হিলে গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যুতে আদালতে মামলা
পরবর্তী নিবন্ধ৪,২০০ কেজি আমদানি নিষিদ্ধ ঘনচিনি জব্দ