বেশী দামে পণ্য বিক্রি করায় রাঙ্গুনিয়ায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৭:৪৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় মোড়কে লেখা মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা, দোকানে মূল্য তালিকা না থাকা এবং ভেজাল ঘি বাজারজাত করায় ৬ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (৮ এপ্রিল) উপজেলার গোচরা ও ক্ষেত্রবাজারে এই অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী। এসময় ১০ কেজি ভেজাল ঘি ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, “রমজানে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে এই দুই বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের, আফসার উদ্দিন, মোহাম্মদ হোসেন, মো. সিরাজকে দুই হাজার টাকা করে আট হাজার টাকা এবং আব্দুল সৈয়দ ও মো. মামুনকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইতিপূর্বে লিচুবাগান, দোভাষীবাজার, রোয়াজারহাটেও একইভাবে অভিযান চালিয়ে জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে। পুরো রোজার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।”

পূর্ববর্তী নিবন্ধ১০ মাসের সন্তান রেখেই গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা স্বামীকে খুন করল স্ত্রী