বেশি দামে সয়াবিন তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নতুন চাক্তাই

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

নগরের নতুন চাক্তাই এলাকায় বর্ধিত দামে সয়াবিন তেল বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সংস্থাটির জেলা ও বিভাগীয় কার্যালয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে শহীদ অ্যান্ড ব্রাদার্স ১৭৫ টাকার সয়াবিন তেল ১৯৫ টাকায় এবং মেসার্স এমএস এন্টারপ্রাইজ ৮৫০ টাকার সয়াবিন তেল ৯৩০ টাকায় বিক্রির প্রমাণ পায়। এমএস এন্টারপ্রাইজে প্রায় ৬ হাজার লিটারের মতো ভোজ্যতেল মজুদ ছিল। এছাড়া ভাই ভাই ট্রেডার্স ৩৪৮ টাকার সয়াবিন বিক্রি করে ৩৬০ টাকায়। ভোক্তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ অ্যান্ড ব্রাদার্স খুচরা বিক্রেতাদের কাছে গায়ের রেট অপেক্ষা বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি ও ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের রঙকে খাবারের রং বলে বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স এম এস এন্টারপ্রাইজ গুদামের সয়াবিন তেলের মজুদ করে দোকানে কৃত্রিম সংকট দেখিয়ে খুচরা বিক্রেতাদের কাছে গায়ের রেট অপেক্ষা বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় ৫০ হাজার টাকা এবং বর্ধিত মূল্যে সয়াবিন বিক্রি করায় ভাই ভাই ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে মেসার্স ১২ আউলিয়া ট্রেডার্সকে শিল্প কাজে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যাল ফুট গ্রেড বলে বিক্রি করা এবং ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের রং খাবারের রং বলে বিক্রি করায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ।

পূর্ববর্তী নিবন্ধসংসদ ও গণপরিষদ নির্বাচন একসঙ্গেই সম্ভব : নাহিদ
পরবর্তী নিবন্ধএবার ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫