নির্ধারিত মূল্যের চেয়ে আমদানিকারকদের কাছে বেশি দামে ডলার বিক্রির দায়ে ১০ ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ১০ ব্যাংককের ট্রেজারি বিভাগের প্রধানের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ডলার বেচাকেনায় কারসাজির সঙ্গে জড়িত ১০ ব্যাংকের মধ্যে প্রচলিত ধারার সাতটি ও ইসলামি ধারার তিনটি ব্যাংক রয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারা অনুযায়ী, এই অপরাধে কমপক্ষে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা আরোপ করা যেতে পারে। যদি আইনের একই ধারার লঙ্ঘন অব্যাহত থাকে, তাহলে প্রথম দিনের পর প্রতিদিনের জন্য অতিরিক্ত এক হাজার টাকা জরিমানা আরোপ করা যায়। খবর বাংলানিউজের।
বেশি দামে ডলার বিক্রি করার অভিযোগে বেসরকারি খাতের ১০ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের টিম তদন্তে নামে। অভিযোগ প্রমাণিত হওয়ায় এসব ব্যাংকের ট্রেজারি প্রধানদের জরিমানা করার প্রক্রিয়া শুরু করে।