পাকিস্তানের অস্থিরতা কবলিত বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর একটি স্কুলবাস লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন, জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গতকাল বেলুচিস্তানের খুজদার জেলায় হওয়া এ হামলার জন্য ভারতের প্রতিনিধিত্বকারী সন্ত্রাসীদের দায়ী করেছে পাকিস্তান। খবর বিডিনিউজের।
খুজদারের জেলা প্রশাসক ইয়াসির ইকবাল জানান, প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি সেনাবাহিনীর পরিচালিত একটি স্কুলের দিকে যাচ্ছিল, তখন হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলায় অন্তত তিন শিশু ও দুই পূর্ণবয়স্ক মানুষ নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার পর দ্রুত বিবৃতি দিয়ে এ সহিংসতার নিন্দা জানান এবং হামলায় ভারতের প্রতিনিধিত্বকারী সন্ত্রাসীরা জড়িত আছে বলে অভিযোগ করেন। তবে এই হামলার সঙ্গে নয়া দিল্লির সম্পর্ক থাকার কোনো প্রমাণ তারা শেয়ার করেননি।