বের হলেন ডাক্তার দেখাতে, ফিরলেন লাশ হয়ে

চকরিয়া রেললাইনে একমাসে চার মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় এবার ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন এক নারী। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম পালাকাটার উলুঘোনা রেললাইনে এ ঘটনা ঘটে। এ নিয়ে রেললাইনের চকরিয়া অংশে গত একমাসে চারজনের মৃত্যু হলো।

নিহত নারীর নাম রেজু আরা বেগম (৫২)। তিনি পশ্চিম পালাকাটা গ্রামের গোলাম কাদেরের স্ত্রী। জানা যায়, ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন রেজু আরা বেগম। যাবার পথে রেললাইন পার হওয়ার সময় সৈকত এক্সপ্রেসের ইঞ্জিন বগির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শাহজালাল। তিনি বলেন, প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধারের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত একমাসে রেললাইনের চকরিয়া অংশে ট্রেনে কাটা পড়াসহ একাধিক দুর্ঘটনায় চারজন নারীপুরুষ নিহত হয়েছেন। তন্মধ্যে গত সোমবার ভোরে উত্তর হারবাং নতুন বাজার পাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি। তার পরিচয় শনাক্ত না হওয়ায় কক্সবাজারের আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হয়েছে। এর একদিনের ব্যবধানে কাটা পড়ে এই নারী নিহত হলেন।

পূর্ববর্তী নিবন্ধছোট সাজ্জাদকে রাজশাহী কারাগারে, স্ত্রীকে ফেনীতে স্থানান্তর
পরবর্তী নিবন্ধস্কপের বন্দর অবরোধ কর্মসূচি আজ