লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চমক ছিল দুই বেয়াইয়ের ভোট লড়াই। দিনভর উৎসুক জনতার কাছে এটা ছিল আলোচিত বিষয়। লড়াইও হয়েছে হাড্ডাহাড্ডি। চেয়ারম্যান পদে বেয়াই খোরশেদ আলম চৌধুরী (আনারস) বেয়াই সিরাজুল ইসলাম চৌধুরীকে (ঘোড়া) হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তাদের জয়–পরাজয় সম্পর্কে অনেকে মুঠোফোনে জানতেও চেয়েছেন। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সম্পন্ন হওয়ায় আনন্দিত লোহাগাড়াবাসী। জয়–পরাজয় মেনে নিয়ে উপজেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন তারা।