বেপরোয়া যান চলাচলই দুর্ঘটনার প্রধান কারণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ৫:১৫ পূর্বাহ্ণ

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বছর দিবসটিতে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পৃথক পৃথক বাণী দিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় ঝরে যাচ্ছে অনেক প্রাণ। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন এমন সংখ্যা নেহায়েত কম নয়। এছাড়া অনেকে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও বাস্তবে দুর্ঘটনা কমেনি। বন্ধ হয়নি বেপরোয়া যান চলাচল।

বিশেষজ্ঞরা বলছেন, সড়কে প্রতিদিন ৬৪ জন মানুষের প্রাণহানি ঘটছে। এ তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২৩ হাজার ৩৬০ জন মানুষের প্রাণহানি হচ্ছে। প্রায় সাড়ে তিন লাখ মানুষ আহত হচ্ছে। প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০ হাজার মানুষ প্রতিবন্ধী হয়ে পড়ছে। এর মধ্যে ১২ হাজারের বেশি ১৭ বছরের কম বয়সী শিশু। এ হিসেবে দেখা যায়, প্রতিদিন গড়ে ২২০ জন মানুষ প্রতিবন্ধী হচ্ছে কেবল সড়ক দুর্ঘটনায়। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারাবিশ্বে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১৩ লাখ মানুষ মারা যায়। বাংলাদেশে মারা যায় ২৪ হাজার ৯৫৪ জন।

সংস্থাটির তথ্য মতে, হতাহতদের ৬৭ শতাংশই ১৫ থেকে ৬৪ বছর বয়সী। এক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ১৫ থেকে ৪৯ বছর বয়সী ব্যক্তিরা সবচেয়ে বেশি। সংস্থাটি দাবি করছে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনাজনিত জিডিপির ক্ষতি ৫ দশমিক ৩ শতাংশ।

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগরের সভাপতি এসএম আবু তৈয়ব দৈনিক আজাদীকে বলেন, দুই যুগ ধরে আমরা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়কের আন্দোলন করছি। তবে আন্দোলনের একটা সুফল হচ্ছে-এই আন্দোলন এখন জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। মানুষ এখন বুঝতে পারছে নিরাপদ সড়কের প্রয়োজন আছে। একইসাথে একই রাষ্ট্রীয়ভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। তবে নিরাপদ সড়ক কেবল কোনো একটি পক্ষের ওপর নির্ভর করে না। এখানে চালক, যাত্রী এবং পথচারীদের সচেতন হতে হবে। এখন আমরা কোনো একটি দুর্ঘটনা একটি পক্ষের ওপর দোষ চেপে দিই। যেমন চালকের কারণে দুর্ঘটনা হয়েছে কিংবা সড়কের অবস্থা খারাপ। তবে আমরা সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন চাই। এছাড়া সরকারি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও এ বিষয়ে সোচ্চার হতে হবে।

অন্যদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নিয়েছে। আজ বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের আলহাজ্ব সুলতান আহম্মেদ মিলনায়তনে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে জানিয়েছেন সংগঠনটির দায়িত্বশীল কর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন নিসচা চট্টগ্রাম মহানগরের সভাপতি এসএম আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।

পূর্ববর্তী নিবন্ধঅচল ডেমু সচল হবে যেভাবে
পরবর্তী নিবন্ধড্রামভর্তি লাশটি গৃহবধূ আতিয়ার