বেপরোয়া ব্যাটারি রিকশা কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বেপরোয়া গতির ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় আহত পৌরসদর বাজারের ভাই ভাই হোটেলের স্বত্বাধিকারী নূরুল আলমের ছোট ভাই মোঃ খোরশেদ আলম জসিমের (৪৭) মৃত্যু হয়েছে। আহতের পর তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, গত রোববার দুপুরে সীতাকুণ্ড থানা রোডের সামনে দিয়ে ব্যবসায়ী খোরশেদ আলম জসিম হেঁটে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে তিনদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। তিনি সীতাকুণ্ড পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

গতকাল সকাল ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে স্মরণসভা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে হবে তিনটি মডেল মৎস্যজীবী গ্রাম