বেপরোয়া কারের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় মো. হেলাল উদ্দিন (৪৪) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি মির্জাপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের জাফর আলী হাজির বাড়ির মো. দুদু মিয়ার পুত্র। জানা যায়, হাটহাজারীনাজিরহাট সড়কের সরকারহাট বাজারে হাটহাজারীগামী বেপরোয়া গতিতে আসা একটি কার গত মঙ্গলবার দিবাগত রাতে হেলাল উদ্দিনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীর অবস্থায় রাতে সে মারা যান। তিনি এক মেয়ে ও এক ছেলের পিতা। গতকাল বুধবার বিকালে মরহুমের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। ৩ নং মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার হান্না মিয়া তালুকদার সুমন সড়ক দুর্ঘটনায় তার ওয়ার্ডের হেলাল উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের রবীন্দ্র জন্মজয়ন্তী
পরবর্তী নিবন্ধইনানীতে নৌবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া