বেপজা পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

| মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে সম্পন্ন হয়েছে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান সকালে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন ও বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি ক্রীড়াবিদদের মনোরম কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে সিইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান এবং বিএন স্কুল ও কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. আশরাফুল আলম বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. কাউছার আলী সরকার। প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৩৩ পয়েন্ট পেয়ে পদ্মা হাউস শিরোপা লাভ করে। এছাড়া ১২১ পয়েন্ট নিয়ে মেঘনা হাউজ রানার আপ এবং ১১৮ পয়েন্ট নিয়ে যমুনা হাউজ তৃতীয় এবং ১০৯ পয়েন্ট নিয়ে কর্ণফুলী হাউজ চতুর্থ স্থান অধিকার করে। প্রতিষ্ঠানের শিক্ষক রুহুল কাদের, ফরহাদ হোসেন চৌধুরী ও কানিজ ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন আবদুল মোমেন, কৃষ্ণ প্রসাদ ধর, অনিমেষ পাল, বিধান দত্ত, সৈয়দ মাহফুজ, এস এম জায়েদ। এতে আহবায়ক হিসেবে ক্রীড়ার আবদুল মোমেন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রোকসানা বেগম দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ফজলুল কবির চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধটিসিজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল আজ